
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু পোস্টের প্রতিবাদে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে জুতা নিক্ষেপের কর্মসূচি পালিত হয়েছে।
আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্র-জনতা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, মেয়র ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন খ্যাতিমান শিল্পীর ছবিতে জুতা নিক্ষেপ করেন।
কর্মসূচির আয়োজকরা জানান, স্বাধীনতাসংগ্রামে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা হয়নি। তবে মৃত্যুবার্ষিকীর সময় কিছু ফেসবুক পোস্টে আওয়ামী ফ্যাসিজমকে স্বাভাবিক বা নরম দেখানোর চেষ্টা করা হয়েছে। তাই ক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি চালায়।
ছাত্র-জনতা জানান, গণ-অভ্যুত্থানের পক্ষের আন্দোলন হিসেবে তারা এ ধরনের প্রতিবাদ কর্মসূচি নিয়মিত পালন করবে এবং ফেসবুক ও অন্যান্য মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে প্রতিক্রিয়া জানাবে।