রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের চারজন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৩০), বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর থানার সহ-সভাপতি হায়দার আলী খান, এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান।
ডিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ জুন ২০২৫) রাজধানীর ধানমণ্ডি, মিরপুর ও ডিওএইচএস এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিবির একাধিক বিভাগ এসব অভিযান পরিচালনা করে। সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন ও রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।