চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে মৃত অবস্থায় উদ্ধার

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে মৃত অবস্থায় উদ্ধার

চট্টগ্রাম ক্লাবের ভিআইপি গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদকে (৭৫) মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ক্লাবের ৩০৮ নম্বর রুমের কাচের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, তিনি রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন এবং চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি রুমে ওঠেন। রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রাত পৌনে ১১টার দিকে রুমে ফেরেন।

সোমবার সকালে তার নির্ধারিত একটি মিটিং থাকলেও দীর্ঘসময় তিনি বের না হওয়ায় সংশ্লিষ্টরা সন্দেহে পড়ে। একাধিকবার ফোন করে সাড়া না পেয়ে এবং দরজায় কড়া নাড়লেও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ক্লাব কর্তৃপক্ষ জানালা ভেঙে রুমে প্রবেশ করে মরদেহ খুঁজে পান।

পুলিশের ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের কেতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

তার নিকটাত্মীয় এনাম আহমেদ জানান, একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি চট্টগ্রাম এসেছিলেন। উল্লেখ্য, হারুন-অর-রশীদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর দশম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি ডেসটিনি গ্রুপের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হন এবং সেই সূত্রে একাধিক মামলায় জড়ান।

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *