
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ও আংশিক সোনাইমুড়ী উপজেলার সংসদিয় আসনে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেনবাগ উপজেলায় আলহাজ্ব কাজী মফিজুর রহমান সাহেব শহীদ মিনারে পুষ্পক অর্পন ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন,,শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ও দোয়া করেন। উক্ত অনুষ্ঠানে উপ্সথিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাহেব , সেনবাগ উপজেলা বি এন পি র আহব্বায়ক অবায়দুল হক সাহেব , সাবেক পোর বি এন পি র সভাপতি আব্দুল হান্নান লিটন , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন মিয়াজী সহ সেনবাগ উপজেলা ও পোরসভা সহ প্রত্যেক ইউনিয়নের বি এন পি , যুবদল , ছাত্রদল , সেচ্ছাস্ববক দল সহ সকল সহযোগি দলের নেতৃবৃন্দগন ।
উক্ত অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির অন্যতম নেতা,চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ভিপি মফিজুর রহমান।
দেশ বার্তা -মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি