চট্টগ্রাম বিভাগের বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তার হাত ধরেই বাংলাদেশে সুপরিকল্পিত উন্নয়নের ভিত্তি তৈরি হয়েছিল। আর পরবর্তী সকল গঠনমূলক সংস্কারের মূল ভূমিকা ছিল বিএনপিরই।
বৃহস্পতিবার (২৯ মে), শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার হেলাল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার সময় জাতিকে দিশা দেখাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পরে এক সংকটময় সময়ে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের নতুন পথরেখা তৈরি করেন তিনি।
তিনি আরও বলেন, টানা ১৭ বছর ধরে ভোটাধিকারহীন একটি অবৈধ শাসনের বিরুদ্ধে বিএনপি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। গুম, খুন ও দমন-পীড়নের মধ্যেও বিএনপি দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে মাঠে রয়ে গেছে। ভবিষ্যতে কোনো চক্রান্ত হলে দল আবারও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এখন দেশের মানুষের আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশের প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ। সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম।
প্রধান বক্তা ছিলেন মো. জাকের হোসেন, আহ্বায়ক, পৌরসভা বিএনপি।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসেলিম চেয়ারম্যান এবং বিশেষ অতিথি ছিলেন ডা. মো. রফিক, এম এ শুক্কুর ও মো. আইয়ুব খাঁন।