
লন্ডনের ঐতিহাসিক পার্ক লেন হোটেলে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কুশল বিনিময় করেছেন এবং একে অপরকে উপহার প্রদান করেছেন।
বৈঠকের শুরুতে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে তিনটি উপহারসামগ্রী প্রদান করেন— পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গের একটি বই, বৈশ্বিক প্রতিনিধিত্বশীল কবিদের সংকলন “নেচার ম্যাটারস: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি” এবং একটি সম্মানসূচক কলম। ড. ইউনূস উপহারগুলো হাসিমুখে গ্রহণ করেন এবং তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) বিকেল পৌনে ৪টার দিকে শেষ হয়। বৈঠক শেষে হোটেল থেকে বের হওয়ার সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী দেখা যায়। বৈঠকটি দুই নেতার মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি স্পষ্ট নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।