ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলা

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলা

ইয়েমেনের রাজধানী সানা শহরে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) অভিযান চালিয়েছে, যা অন্তত ১০ জনের প্রাণহানি ঘটিয়েছে এবং আরও ৯২ জনকে আহত করেছে। আহতদের মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী রয়েছেন। হুথি-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার গভীর রাতে স্বল্প সময়ের এই বিমান অভিযানে প্রেসিডেন্টের সরকারি বাসভবন, দু’টি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি তেলের ডিপোসহ সানার বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হুথি গোষ্ঠী সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলকে লক্ষ্য করে নিয়মিত রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছিল। এই হামলার জবাব হিসেবে রোববার বিমান অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখযোগ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকাে ইসরায়েলি অভিযান শুরুর পর হুথি গোষ্ঠী লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। গত দুই বছরে তারা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে একাধিক বাণিজ্যিক জাহাজ ডুবিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *