
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ভোরের দিকে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের দেশ লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যা তারা সফলভাবে ভূপাতিত করেছে। হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিজেদের দাবি করেছে, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান-সমর্থিত এই বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, এই ধরনের হামলা অব্যাহত থাকলে তারা হুথিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করবে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা বৈশ্বিক বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলেছে।
তবে অধিকাংশ হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ইসরায়েলও ইয়েমেনে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।