
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, আর্থিক খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দরের আধুনিকীকরণ এবং চুরি যাওয়া বিলিয়ন ডলারের সম্পত্তি উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
ড. ইউনূস দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংকের দৃঢ় সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চুরি যাওয়া তহবিল পুনরুদ্ধার এবং চট্টগ্রাম বন্দরের সংস্কারে সহায়তার জন্য বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানান। তিনি জোর দেন যে, এই বন্দর নেপাল, ভুটান এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসহ সমগ্র অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি।
জবাবে প্রেসিডেন্ট বঙ্গ গত ১৪ মাস ধরে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাংকিং ও আর্থিক খাতে শক্তিশালী সংস্কারের গুরুত্বের ওপরও জোর দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শক্তি উপদেষ্টা ফৌজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।