গুলশানে নারী উদ্যোক্তাদের ৩ দিনের বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

গুলশানে নারী উদ্যোক্তাদের ৩ দিনের বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার
সোমবার ধানমন্ডিতে উইমেন এন্টাপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিষয়টি জানানো হয়ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বাণিজ্য মেলা। গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আজ সোমবার ধানমন্ডিতে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্দেশ্যে ওয়েব এ বাণিজ্য মেলার আয়োজন করছে। আন্তর্জাতিক নারী দিবসের আগমনী অনুষ্ঠান হিসেবে ৬ থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এ মেলা জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নারীদের সম্মানে আয়োজিত হচ্ছে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়না ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হবে।

ওয়েবের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু বলেন, “এই মেলার মাধ্যমে ওয়েব রজতজয়ন্তী উদ্‌যাপন করতে যাচ্ছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই মেলা আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনাকে দেশ ও বিশ্বদরবারে তুলে ধরা হবে।”

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ‘জুলাই কর্নার’ উল্লেখ করেন নাসরিন আউয়াল মিন্টু। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে এই কর্নার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সেই সব নারীর সাহসিকতা ও অবদানকে তুলে ধরা হবে।” এছাড়া, মেলা চলাকালে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে ওয়েবের সাবেক সভাপতি রেহানা রহমান, সহসভাপতি তাজিমা এইচ মজুমদারসহ ওয়েবের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *