অসহায় গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরন ২০২৬ অনুষ্ঠিত,

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর।

নীলফামারী জেলা  জলঢাকা  উপজেলা গোলনা ইউনিয়ন জিন্নাহ স্কুল এলাকায়  শীত বস্ত্র বিতারন করা  হয়।সভাপতি্ব করেন,মাওলানা মনচুর আলী, খারিজা গোলনা,প্রধান অতিথি  উপস্থিত ছিলেন, মোঃ জামিয়ার রহমান, সভাপতি পল্লী প্রাণী চিকিৎসক কল্যান ফেডারেশন জলঢাকা, সভাপতি প্রাণী ভ্যাক্সিনেটর এসিয়েসন নীলফামারী জেলা, সমাজ কর্মী। বিষেস অতিথি, মোঃ আজিজুল ইসলাম সুজন।বিষেষ অতিথি মোঃআনিছুর আল মমিন সাবেক ছাত্র নেতা জলঢাকা, আরো উপস্থিত ছিলেন গন্যমান্য বর্গ। বক্তারা বলেন অসহায় গরিবদের মাঝে দিতে পারে জামিয়ার রহমান অক্লান্ত পরিশ্রমে ইউনিয়নে তার সাথে পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয় আগামীতে জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় বিদ্যমান ব্যক্তিদেরকে আমাদের সহযোগিতায় আসার জন্য বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *