
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের আটজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোজ মৌলিক ও কাজী মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্কাস চোকদার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোজ মৌলিক। তিনি বলেন, “আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করছি। দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা ভবিষ্যতেও কাজ করে যাব, তবে আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না।”
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন বলেন, “সংগঠনের নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র ইউনিয়ন বা উপজেলা কমিটির কাছে জমা দিতে হয়। সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ায় পদত্যাগ কার্যকর হয় না। যারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা বড় কোনো নেতা ছিলেন না, কেবল সুযোগ-সুবিধাভোগী ছিলেন।”