
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভুটানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। আজ বুধবার ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় বাংলাদেশের নব নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দরজির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত দরজি ভুটানের প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে চিকিৎসা শিক্ষা এবং বাংলাদেশে ভুটানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।
ভুটানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত দরজি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতার দিগন্ত আরও প্রসারিত করার উপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, দুই দেশের জনগণের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, সংস্কৃতি ও বন্ধুত্ব বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সার্ক (SAARC) অঞ্চলের সংহতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।