ভুয়া ভিসায় ইতালিতে লোক পাঠিয়ে কোটি টাকা প্রতারণা: চক্রের ১ সদস্য আটক

ভুয়া ভিসায় ইতালিতে লোক পাঠিয়ে কোটি টাকা প্রতারণা: চক্রের ১ সদস্য আটক

লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসার মাধ্যমে ইতালিতে লোক পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎকারী একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মিলন মিয়া (৪২)। গতকাল রাতে তাকে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে সিআইডি জানতে পেরেছে, এই চক্রটি প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা প্রকৃত ভিসার বদলে ভুয়া ভিসা দিত। অনেক সময় তারা ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানিও করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মিয়া এই প্রতারণার কথা স্বীকার করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিলন মিয়া (৪২)র নিকট থেকে জানা যায় , ভিজিট ভিসায় ইতালিতে লোক নেওয়ার কথা বলে ফরিদপুরের একজনের সাথে ২২ লাখ টাকার চুক্তি হয়। ভিক্টিমের কাছ থেকে ০৭ লক্ষ টাকা অগ্রিম সংগ্রহ করা হয়। তার আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। মিলন মিয়া তাদের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করত। ভাগ্য বদলের আশায় যারা বিদেশে যেতে চাইতো এরকম লোকদেরকেই মূলত তারা টার্গেট করতো।

এই চক্রের আরও কয়েকজন সহযোগী রয়েছে, যারা দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশ যেতে ইচ্ছুক সহজ-সরল মানুষদের টার্গেট করে। ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নেটওয়ার্ক রয়েছে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, জোছনা বেগম এবং মাহবুব নামের দুজন এই প্রতারণার মূল হোতা। তাদের সন্ধানে এবং অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে সিআইডি’র তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত মিলনকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে সিআইডি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *