বাংলাদেশে যেন আর কখনো ভয় ও নিপীড়নের শাসন না ফিরে: আদিলুর রহমান খান

বাংলাদেশে যেন আর কখনো ভয় ও নিপীড়নের শাসন না ফিরে: আদিলুর রহমান খান

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে যেন আর কখনো ভয়ভীতির ও নিপীড়নের রাজনীতি ফিরে না আসে। তিনি বলেন, দমন-পীড়নের একটি যুগ শেষ হওয়ার পর সামনে এগিয়ে যেতে হলে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবার ঐক্য প্রয়োজন।

তিনি এ কথা বলেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘আন্তর্জাতিক জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক প্রথম সম্মেলনে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, কূটনীতিক জন ড্যানিলোভিচ, এবং তুরস্ক, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের একাধিক শিক্ষাবিদ ও গবেষক।

উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে আওয়ামী লীগ একটি দমনমূলক শাসন কায়েম করেছিল। এ সময় গুম ও নিখোঁজের ঘটনা নিয়মিত ছিল। হাজারো ছাত্রনেতা, সাংবাদিক এবং ভিন্নমতাবলম্বী নাগরিককে অপহরণ, নির্যাতন কিংবা চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। বহু পরিবার এখনও জানে না তাদের প্রিয়জন জীবিত আছে কিনা।

তিনি আরও বলেন, সরকার মতপ্রকাশ দমন করতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা প্রতিক্রিয়াশীল আইন প্রয়োগ করেছে। কারাগারগুলোতে জায়গা হয়েছিল না অপরাধীদের, বরং দেশপ্রেমিক নাগরিকদের। এমনকি একটি সাধারণ ফেসবুক পোস্টের কারণে মাঝরাতে পুলিশি অভিযান চালানো হতো। শুধু মতপ্রকাশের কারণে অনেক ছাত্রনেতা আহত বা নিহত হয়েছেন।

সম্মেলনের শুরুতে ‘জুলাই হত্যাকাণ্ডে’ নিহত জাহিদুজ্জামান তানভীনের পিতা-মাতা তাদের বক্তব্যে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, মানবাধিকার কর্মী, কূটনীতিক ও গবেষক অংশ নেন। আয়োজনটি যৌথভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (RIT), ইউনিভার্সিটি অব রেজিনা (কানাডা), নানইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি (সিঙ্গাপুর), কেন্ট স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (CPSR), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি, সোচ্চার ও ইনসাফ।

এই সম্মেলনের আহ্বায়ক ছিলেন অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং অধ্যাপক মুহাম্মদ আসাদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *