
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, গাজীপুর জেলায় ভোটার সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। অন্যদিকে বাগেরহাটে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
ইসি জানায়, বিশেষজ্ঞ ও কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী মোট ৪২টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৩৯টি আসনে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রতি আসনে গড়ে ৪ লাখ ২০ হাজার ৫০০ ভোটার ধরা হয়েছে।
পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরিয়তপুর ২ ও ৩, ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫, সিলেট ১ ও ৩, কুমিল্লা ১, ২, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
ইসি জানিয়েছে, আপত্তি থাকলে তা নিষ্পত্তির পর ১০ আগস্ট চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।