ব্রাহ্মণবাড়িয়ার বিরাসা গ্যাস ফিল্ডের সামনে বুধবার (৪ জুন) ভোরে একটি এলপি গ্যাসবাহী ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভোর ৪টা ৩৮ মিনিটে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পূর্ব মেড্ডার এক বাসিন্দা আকাশে অস্বাভাবিক লাল আভা ও ঘন ধোঁয়ার কুন্ডলি দেখতে পান। তিনি জানান, পূর্ব মেড্ডা থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল আগুনের ভয়াবহতা। প্রাথমিকভাবে তিনি বিষয়টির উৎস বুঝতে না পারলেও পরে নিশ্চিত হন, আগুন লেগেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি এলপি গ্যাসবাহী ট্রাকে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায় এবং এতে থাকা দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে থাকে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, তা কাছাকাছি থাকা আরও কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, আগুনের সূত্রপাত সম্ভবত একটি প্রাইভেটকারের ইঞ্জিন থেকে হয়েছে। সেটি ট্রাকের খুব কাছে থাকায় আগুন দ্রুত সিলিন্ডারগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের দীর্ঘদিনের বেহাল দশা ও রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার পেছনে বড় কারণ। বৃষ্টির কারণে মহাসড়কের গর্তে পানি জমে থাকায় ট্রাকের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায়, যার ফলে ট্রাকটি উল্টে যায়।
বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে ভীতিকর পরিস্থিতি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
এই দুর্ঘটনা মহাসড়কের অবকাঠামোগত দুর্বলতা ও গ্যাসবাহী যানবাহনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।