চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বসতঘরে মজুদ করার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে প্রশাসন।
জানা যায়, উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হুমায়ুন কবির নিজ বাড়িতে ১৬ বস্তা আতপ চাল মজুদ করেন। এসব চাল ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানাকে অবহিত করেন। এরপর রোববার (১ জুন) রাত দেড়টার দিকে ইউএনওর নেতৃত্বে অভিযান চালিয়ে চাল মজুদের সত্যতা পাওয়া যায়। এ সময় ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ইউএনও নিগার সুলতানা জানান, সরকারি চাল ঘরে মজুদ রাখা সম্পূর্ণ বেআইনি। তাই চাল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় শাহরাস্তি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার।