
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মাতৃসদন কেন্দ্রে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সেনাবাহিনী আজ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে। এছাড়া ৯০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়।
মেডিসিন, চক্ষু ও গাইনোকলজি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রায় ৬ শতাধিক রোগীকে একদিনব্যাপী চিকিৎসা সেবা এবং ঔষধ সরবরাহ করে।
বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যাণমূলক এই উদ্যোগের মাধ্যমে দুঃস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এছাড়া দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।