‘ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না’, যুক্তরাষ্ট্রে হামলার পর আখতারের মন্তব্য

‘ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না’, যুক্তরাষ্ট্রে হামলার পর আখতারের মন্তব্য

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া ও গালিগালাজ করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। অতএব, কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।”

মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর আওয়ামী লীগের এমন হামলা তাদের জন্মগত ও প্রকৃতিগত পরিচয় তুলে ধরে।

এনসিপি নেতা আখতার হোসেন অন্তর্বর্তী সরকারের কাছে হামলাকারীদের বিচার চেয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এক বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে, তা খুবই সামান্য অগ্রসর হয়েছে। তিনি সরকারের কাছে অনুরোধ করে বলেন, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী দেশে এবং বিদেশে হামলা করছে, তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক।

হামলার পর এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তারা ‘ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিবাদ নো মোর’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘শেখ হাসিনার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, এই হামলার ঘটনাটি দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে প্রথম জানান। তিনি বলেন, এটি কেবল আখতার হোসেনের ওপর হামলা নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে এটি করা হয়েছে। তার মতে, এই হামলা পরাজিত শক্তির হতাশা ও ভয়েরই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *