
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর উত্তরার একটি এলাকা থেকে কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম উজ্জ্বলকে (৫০) গ্রেপ্তার করেছে। শনিবার রাত ১১টা ২০ মিনিটে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির এই তথ্য নিশ্চিত করেন।
রেজাউল করিম উজ্জ্বলের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজলি গ্রামে। তিনি ইউসুফ আলী মিয়ার ছেলে।
প্রসঙ্গত, রেজাউল করিম এক সময় ঘিওর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যেগুলোর প্রতিটিতেই তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে।