
ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। রোববার (১৫ জুন ২০২৫) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে জানানো হয়, আর্য এভিয়েশনের হেলিকপ্টারটি পবিত্র কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার পথে বিধ্বস্ত হয়। যাত্রা শুরুর মাত্র ১০ মিনিট পর, এটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগ এর মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) এর টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। এদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক যাত্রী, একজন শিশু এবং একজন পাইলট রয়েছেন। যাত্রীরা ভারতের বিভিন্ন রাজ্য—উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট থেকে এসেছিলেন।
দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে খারাপ আবহাওয়া এবং পার্বত্য এলাকার জটিল পরিস্থিতি এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে উত্তরাখণ্ড সরকার এবং একটি উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে।