
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ টিম এই অভিযান শুরু করে বলে নিশ্চিত করেছেন উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, ডা. মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং প্রভাবশালী পদ পাওয়ার লক্ষ্যে ঘুষ দেওয়ার মতো গুরুতর অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযানের পর বিস্তারিত তথ্য জানানো হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে ডা. গোলাম মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় একটি সমন্বয়ক গ্রুপকে ১০ লাখ টাকা নগদ ও ২০০ কোটি টাকার চারটি চেক দেন। ওই গ্রুপ নিজেদের ‘যমুনা থেকে আগত’ হিসেবে পরিচয় দেয়। লেনদেনের সময় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন আরিফুল ইসলাম, যিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই দাবি করেন। তিনি সরাসরি ডা. মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন। যদিও আরেফিন উপস্থিত ছিলেন না, তিনি ফোনে যোগাযোগ রাখেন।
এ বিষয়ে অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা গণমাধ্যমে দাবি করেছেন, তাকে ভুয়া আশ্বাস ও ভয়ভীতি দেখিয়ে চেকগুলোতে স্বাক্ষর নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এগুলো ছিল সিকিউরিটি চেক এবং সংশ্লিষ্টরা অস্ত্র দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর করিয়েছে।