সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের নথিপত্র উদ্ধারের পরই উল্টো জিডি দায়ের

সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের নথিপত্র উদ্ধারের পরই উল্টো জিডি দায়ের

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দেশে-বিদেশে থাকা সম্পদের দলিলসহ ২৩ বস্তা নথিপত্র দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক জব্দ করার ঘটনায় এবার উল্টো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) চান্দগাঁও থানায় এই জিডি করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। আরামিট গ্রুপের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার রাশেদ কামাল জিডিটি দায়ের করেন।

জিডি-তে যা বলা হয়েছে

ডায়েরিতে আরামিট গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাদের কিছু নথিপত্র নিয়ে যাওয়া হয়, যা পরে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তাদের দৃষ্টিগোচর হয়।

জিডিতে ভবিষ্যতে এই বিষয়টি লিপিবদ্ধ করে রাখার কথা উল্লেখ করা হয়েছে।

দুদকের অভিযান ও গ্রেপ্তার

উল্লেখ্য, সাবেক মন্ত্রীর নথিপত্র গুমের অভিযোগের প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর রাতে আরামিট গ্রুপের দুই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। আদালতের নির্দেশে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেখানো স্থান অনুযায়ী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় মন্ত্রীর স্ত্রীর গাড়িচালকের বাড়ির পাশ থেকে দুদক ২৩ বস্তা নথিপত্র জব্দ করে। দুদকের দাবি, এই নথিপত্রগুলোতে সাবেক মন্ত্রী জাবেদের দেশে-বিদেশে থাকা সম্পদের দলিল ও হিসাবনিকাশ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *