ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার দাবি করেছে ইউক্রেন, যার মধ্যে রয়েছে একটি তেল শোধনাগার ও সামরিক ড্রোন ঘাঁটি। শনিবার (২ আগস্ট) ইউক্রেনের সেনাবাহিনী জানায়, তারা রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি বড় তেল পরিশোধন কেন্দ্রে আঘাত হেনেছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়।

ইউক্রেনীয় সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট ইউএসএফ জানিয়েছে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই স্থাপনায় হামলা চালানো হয়। একই সঙ্গে, রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের একটি তেল সংরক্ষণ স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে হামলা কীভাবে চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইউএসএফ মূলত ড্রোন ও দূরপাল্লার অস্ত্র ব্যবহারে দক্ষ।

এছাড়া, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ দাবি করেছে, তারা রাশিয়ার প্রিমোরস্কো-আখতারস্ক সামরিক ঘাঁটি এবং পেনজা অঞ্চলের একটি বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন কেন্দ্রে আঘাত হেনেছে। এসব স্থাপনাগুলো রাশিয়ার সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের ছোড়া ৩৩৮টি ড্রোন ভূপাতিত করেছে শনিবার রাতভর। অপরদিকে ইউক্রেনও দাবি করেছে, তারা রাশিয়ার ছোড়া ৫৩টি ড্রোনের মধ্যে অন্তত ৪৫টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

বর্তমানে ইউক্রেনের ড্রোন প্রযুক্তি আগের তুলনায় অনেক বেশি উন্নত, যা শত্রুপক্ষের স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাতে সক্ষম হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *