যুক্তরাজ্যে সরকারি সফরের আগে বুধবার (৪ জুন, ২০২৫) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এই বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।
সভায় হাই কমিশনার কুক অধ্যাপক ইউনূসকে তাঁর মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। পুরস্কারের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা একে “একটি মহান সম্মান” বলে অভিহিত করেন।
অধ্যাপক ইউনূস আগামী ৯ জুন ঢাকা ত্যাগ করে ১৩ জুন দেশে ফিরবেন। এই সফরকালে তিনি ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনারের মধ্যে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান সহায়তা, অভিবাসন এবং সম্পদ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা সহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। তারা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক উন্নয়ন নিয়েও কথা বলেন।
অধ্যাপক ইউনূস হাই কমিশনারকে জানান যে জাতীয় ঐক্যমত্য বিল্ডিং কমিশন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে দ্বিতীয় দফা আলোচনা এই সপ্তাহে শুরু হয়েছে এবং শীঘ্রই তা শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি বাংলাদেশের সমুদ্র গবেষণার প্রচেষ্টা জোরদার করতে ব্রিটিশ গবেষকদের প্রশিক্ষণসহ যুক্তরাজ্য থেকে কারিগরি সহায়তা পাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা লুৎফি সিদ্দিকি, বিশেষ দূত; লামিয়া মোরশেদ, এসডিজি সমন্বয়কারী; এবং ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।