যুক্তরাজ্য ও কাতারের যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা ।

স্টাফ রিফোর্টার, দেশীবার্তা।

যুক্তরাজ্য ও কাতারের যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা
যুক্তরাজ্য ও কাতারের যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা

কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা বাড়ানো এবং পরিবেশ রক্ষায় অবদান রাখতে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা করেছে।

রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য কাতারের সঙ্গে অংশীদারত্বে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এই অংশীদারত্বের আওতায় কক্সবাজারে বসবাসরত ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগণের সহায়তায় ১১.২ মিলিয়ন ডলারের যৌথ তহবিল ঘোষণা করা হয়েছে।

এই যৌথ অর্থায়নের মাধ্যমে শিবিরে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনমান উন্নত করা এবং ক্যাম্প ও আশপাশের এলাকায় পরিবেশের ক্ষয় রোধে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়িত্বশীল সম্প্রদায় গড়ে তুলতে উভয় দেশই একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এলপিজি বিতরণের ফলে জ্বালানি কাঠের ওপর নির্ভরশীলতা কমবে, যা গত কয়েক বছরে আশপাশের বনাঞ্চল ব্যাপকভাবে ধ্বংসের মুখে ফেলেছিল।

২০১৭ সালে মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গার আগমনের পর কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয়স্থলগুলোর একটি হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *