মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। এই সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে ড. ইউনূস এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা চলাকালীন, প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে সহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *