
ঢাকার কুর্মিটোলায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (১৯ জুলাই) সকালে তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, নতুন টার্মিনালের জন্য প্রয়োজনীয় জনবল নির্ধারণ এবং যাত্রীসেবার বিভিন্ন দিক মূল্যায়নের অংশ হিসেবেই এ পরিদর্শন।
উপদেষ্টা বলেন, “তৃতীয় টার্মিনালটি অত্যন্ত আধুনিক ও যুগোপযোগীভাবে নির্মাণ করা হয়েছে। এর কাজের অগ্রগতি প্রায় ৯৯.১৮ শতাংশ সম্পন্ন হয়েছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন টার্মিনাল চালু হলে ইমিগ্রেশন প্রক্রিয়ায় যাত্রীদের পূর্বের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
তিনি আরও জানান, বিদেশগামী যাত্রীদের সুবিধা-অসুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং অপারেশনাল কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে বিমানবন্দরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি টার্মিনাল ১ ও ২-তেও যান এবং যাত্রীদের সঙ্গে কথা বলে সমস্যা জানতে চান।
পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গেও উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, ঘটনার নিরপেক্ষ তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনে নিহতদের কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।