ট্রেজারি বন্ডে কর বাড়লো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের: প্রেস সচিব শফিকুল আলম

ট্রেজারি বন্ডে কর বাড়লো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের: প্রেস সচিব শফিকুল আলম

ট্রেজারি বন্ডের ওপর কর বাড়ানো হয়েছে, তবে এটি সাধারণ বা ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য নয়। এই পরিবর্তন শুধুমাত্র যারা প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডে লেনদেন করেন, তাদের জন্য প্রযোজ্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

শফিকুল আলম বলেন, আয়কর আইন ২০২৩-এর সংশোধিত প্রস্তাব অনুযায়ী, কোম্পানি করদাতাদের ক্ষেত্রে ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত সুদ বা মুনাফার ওপর উৎস করের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। তবে ব্যক্তিগত বা অন্যান্য করদাতাদের জন্য এই হার ১০ শতাংশেই অপরিবর্তিত থাকবে।

প্রেস সচিব আরও জানান, বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান, বিশেষ করে বাসের ওপর কর আদায় প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বাস আমদানিকারক ও মালিকদের কর নির্ধারণ সহজ হবে। এছাড়া, কিছু কিছু ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যাতে নিজেদের ক্ষমতাবলে ভ্যাট প্রত্যাহার বা অব্যাহতি দিতে পারে, সে জন্য নতুন বিধান প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *