
ঢাকায় চালু হলো দেশের প্রথম ট্রাফিক সেফটি এডুকেশন সিমুলেটর, যা সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণকেন্দ্র রাজারবাগে স্থাপন করা হয়েছে।
‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্প (DRSP)’-এর অংশ হিসেবে গড়ে তোলা এই অত্যাধুনিক কেন্দ্রটি চালু করা হয়েছে ১ জুন ২০২৫। এখানে ব্যবহৃত সিমুলেটর তৈরি করেছে জাপানের ট্রাফিক সেফটি এডুকেশন অ্যাসোসিয়েশন (জাট্রাস), যারা বিশ্বব্যাপী ট্রাফিক নিরাপত্তা শিক্ষায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
শিক্ষার্থীরা এই সিমুলেটরের মাধ্যমে ভার্চুয়াল বাস্তবতায় ট্রাফিক পরিস্থিতির সঙ্গে পরিচিত হতে পারবে এবং কীভাবে নিরাপদে সড়ক ব্যবহার করতে হয়, তা শিখতে পারবে।
এই কার্যক্রম পরিচালনার জন্য ডিএমপির ১৩ জন কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন জাপানি বিশেষজ্ঞদের কাছ থেকে। তারা ট্রাফিক নিয়ম ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়সমূহকে আরও কার্যকরভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন।
প্রকল্প পরিদর্শনে আসা ডিএমপির যুগ্ম কমিশনার মোঃ আনিসুর রহমান, DRSP প্রকল্পের প্রতিনিধি আসাদা এবং জাইকার কর্মকর্তারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। পরীক্ষামূলকভাবে কিছু শিক্ষার্থী সিমুলেটর ব্যবহার করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঈদের ছুটির পর কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং এরপর শিক্ষার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। ভবিষ্যতে এই ধরনের সেন্টার রাজধানীর অন্যান্য এলাকাতেও চালু করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও, DRSP সম্প্রতি আরেকটি প্রকল্প শেষ করেছে, যেখানে ট্রাফিক সিগনাল ব্যবহারে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা হয়েছে। এই উদ্যোগগুলো ঢাকার ট্রাফিক ব্যবস্থায় একটি নিরাপদ ও সচেতন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।