ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে বরিশাল নগরীতে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন

ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে বরিশাল নগরীতে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন

বরিশাল মহানগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ, ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১১টায় নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন ডাচ বাংলা মোড়ে এই উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান হয়।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন ও র‍্যালি শেষে প্রেস ব্রিফিং করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম।

পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও যানজটমুক্ত পরিবেশে উদযাপন এবং নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত এই ট্রাফিক সপ্তাহ পালন করা হবে।

তিনি ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “সময় বাঁচাতে গিয়ে অনেকে ট্রাফিক আইন লঙ্ঘন করেন, যা প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। জীবনের চেয়ে দামী কিছু নেই। তাই সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের লক্ষ্য বরিশাল নগরীকে যানজটমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা।”

তিনি ট্রাফিক সপ্তাহ-২০২৫ সফল করতে সাংবাদিক এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি নগরবাসীকে ট্রাফিক বিশৃঙ্খলা নজরে এলে পুলিশকে জানাতে এবং আইন মেনে চলতে আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *