তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি কার্যালয়ে তার এবং পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেন তথ্য উপদেষ্টা নিজেই।
আন্দোলন শেষে হুসাইনকে বাসায় গিয়ে দেখা করার আমন্ত্রণও জানান তিনি। এর আগে দুপুরে, হুসাইনকে তার অভিভাবকদের জিম্মায় দেওয়ার অনুরোধ তথ্য উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।
এদিকে, শিক্ষার্থীদের চলমান দাবিদাওয়া প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, অল্প কিছু সময়ের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধানে সরকারের পরিস্কার রোডম্যাপ প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট দ্রুতই নিরসন হবে।
