
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আসরের ফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার এখন বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী।
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
বাংলাদেশ তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে। ইনজুরিতে থাকা লিটনের জায়গায় এসেছেন টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন। পেসার তাসকিন আহমেদের বদলে একাদশে ফেরানো হয়েছে তানজিম সাকিবকে। স্পিনার শেখ মাহেদী হাসানকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে।
অন্যদিকে, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। জাসপ্রিত বুমরাহকে নিয়েই মাঠে নামছে তারা। ভারত তিন স্পিনার ও তিন পেসার নিয়ে খেলছে।
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সানজু স্যামসন, তিলক ভার্মা, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।