
বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের মূল শক্তি তরুণ প্রজন্ম, মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি আজ ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘L3AD.net Digital Innovation Summit 2025’-এ বক্তব্যে এ কথা বলেন।
তৈয়্যব জানান, দেশের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ তরুণ—যারা তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশকে এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করছে। এই তরুণদের দক্ষ করে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
তিনি তার উপস্থাপনায় বলেন, “আইসিটি অবকাঠামো, স্টার্টআপ ইকোসিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তা নিয়ে আধুনিক জাতীয় নীতিমালা প্রণয়ন হচ্ছে।”
তিনি আরও জানান, দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিতে ১০টি ইনোভেশন হাব গঠনের কাজ চলছে। এছাড়া বাংলা ভাষায় AI-ভিত্তিক ভাষা মডেল গড়ে তোলার জন্য দেশের সাহিত্য ও সংস্কৃতিকে ডিজিটাইজ করার কার্যক্রম শুরু হয়েছে।
তৈয়্যব প্রযুক্তি খাতের উদ্যোক্তা, গবেষক ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের প্রযুক্তিনীতির খসড়া প্রণয়ন পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, “একটি স্মার্ট, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি মিলিত প্রয়াস দরকার।”
এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন BIMRAD-এর মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ, রূপাই সল্যুশনসের সিইও আখতার উজ্জামান, BSCL-এর এমডি ইমাদুর রহমান, Logging-in.com-এর প্রোগ্রাম ম্যানেজার মো. ফারহাদ কবির এবং ব্রাইভিং স্কিটিশ-এর প্রতিষ্ঠাতা মো. আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।