
চলমান এশিয়া কাপে দারুণ ছন্দে থাকলেও ভারতকে হারানো অসম্ভব নয়, এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তাঁর দল ভারতকে হারানোর জন্য প্রস্তুত।
মঙ্গলবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক সিমন্সকে প্রশ্ন করেন, ভারতকে হারানো সম্ভব কি না। জবাবে তিনি বলেন, ‘সব দলেরই সক্ষমতা আছে ভারতকে হারানোর। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ম্যাচের দিন, ওই সাড়ে তিন ঘণ্টায় কী হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।’
সিমন্স জানান, তার দলের লক্ষ্য শুধু ভারতের বিপক্ষে জয় নয়, বরং এশিয়া কাপের শিরোপা জেতা। তিনি বলেন, ‘আমরা শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে আসিনি। আমরা এসেছি চ্যাম্পিয়ন হতে। বাদ পড়লে কিংবা শিরোপা জিতলে তখনই আবেগ দেখা যাবে। তবে এখন আমার কাজ ড্রেসিংরুমে সবার পা মাটিতে রাখা।’
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, যা নিয়ে কোচ সিমন্স বলেন, ‘সব ম্যাচেই উন্মাদনা থাকে। বিশেষ করে ভারত যেহেতু এক নম্বর টি-টোয়েন্টি দল, তাদের বিপক্ষে তো থাকবেই। আমরা এটা উপভোগ করি।’
এখন পর্যন্ত দুই দল ১৭ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে।