সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শিরোপা লড়াইয়ে দুর্দান্ত লড়াইয়ের পর টাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। রবিবার (১৮ মে) ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পায় ভারত।
ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম মিনিটেই ভারতের অধিনায়কের নেওয়া দূরপাল্লার ফ্রি-কিক গোলরক্ষক ইসমাইল হোসেন ঠিকভাবে ধরতে না পারায় গোল খেয়ে বসে বাংলাদেশ। এরপর প্রথমার্ধে ভারতের দাপট থাকলেও আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বাংলার যুবারা। ম্যাচের ৬০ মিনিটে কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান জয় আহমেদ। এরপর উভয় দলই চেষ্টা চালালেও জয়সূচক গোল আর আসেনি।
টাইব্রেকারে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম তিন শটে গোল করলেও চতুর্থ শটে অধিনায়ক ফয়সাল এবং পঞ্চম শটে শাহেদ গোল করতে ব্যর্থ হন। ভারতের খেলোয়াড়রা দ্বিতীয় শট মিস করলেও বাকি তিনটি শটে গোল করে জয় নিশ্চিত করে।
ফাইনালে এই পরাজয়ের ফলে সাফ অনূর্ধ্ব-১৯ আসরে এবারও শিরোপা স্পর্শ করা হলো না বাংলাদেশের। অন্যদিকে, এটি ভারতের চতুর্থ শিরোপা।