
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট রাতে ঘরের তালা ভেঙে তার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয় বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি জানাজানি হয় আজ বুধবার সকালে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অর্থায়নে নির্মিত একটি পাকা ঘরে থাকেন সাগরিকা। পাশে আরেকটি মাটির ঘরে থাকেন তার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় ছিলেন। তাই বাবা-মা মাটির ঘরে অবস্থান করছিলেন এবং পাকা ঘরে তালা দেওয়া ছিল। ওই রাতে চোরেরা তালা ভেঙে টাকা নিয়ে যায়।
সাগরিকার বাবা মো. লিটন জানান, ওই টাকা তাদের এক প্রতিবেশীর কাছে ধার দেওয়া হয়েছিল। পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেওয়ার পর রাতেই তা চুরি হয়ে যায়। তার দাবি, বিষয়টি রহস্যজনক এবং পরিকল্পিত হতে পারে। থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ খুব একটা আন্তরিকতা দেখায়নি বলে অভিযোগ তার।
সাগরিকা বলেন, “বাড়ির তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। আমার জন্য এটি লজ্জার। এ কারণে কাউকে জানাইনি। তবে জেলা প্রশাসককে অবহিত করেছি এবং থানায় অভিযোগও দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমার পরিবারের নিরাপত্তা এখন ঝুঁকির মুখে পড়েছে। যদিও টাকা গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে আছি— তাই নতুন করে আয় করতে পারব।”
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।