থাইল্যান্ডে সফররত বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দেশটির সর্বোচ্চ মুসলিম ধর্মীয় নেতা ও গ্র্যান্ড মুফতি (শাইখুল ইসলাম) আল্লামা আরুন বুনচমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (২৩ মে) বিকেলে থাইল্যান্ডের রাজধানীতে অবস্থিত গ্র্যান্ড মুফতির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় ধর্মীয় নেতা ইসলামি মূল্যবোধ, নৈতিকতা, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন।
বৈঠকে ড. খালিদ হোসেন থাই গ্র্যান্ড মুফতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি ইতিবাচক সাড়া দেন এবং অচিরেই সফরের আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি এবং শ্রম কাউন্সিলর ফাহাদ পারভেজ বসুনিয়া।
উল্লেখ্য, আল্লামা আরুন বুনচম থাইল্যান্ডে ইসলাম ধর্ম বিষয়ক যাবতীয় কার্যক্রমের দায়িত্ব পালন করছেন। তিনি আন্তঃধর্মীয় সংলাপ, সামাজিক সম্প্রীতি রক্ষা, শরণার্থী সহায়তা ও মুসলিম শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।
ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতিসংঘের শরণার্থী তহবিলের রমজান প্রচারণা এবং বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচিতেও সম্পৃক্ত রয়েছেন। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী এ আলেম ২০২৪ সালের ২৪ জানুয়ারি থাইল্যান্ডের ১৯তম গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।