হবিগঞ্জে তেলবাহী ট্যাংকার থেকে সোয়া এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে তেলবাহী ট্যাংকার থেকে সোয়া এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিনব কৌশলে পাচারের সময় একটি তেলবাহী ট্যাংকার থেকে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য সোয়া এক কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ থেকে তেলবাহী ট্যাংকারে করে ভারতীয় অবৈধ পণ্য বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালায়। পরবর্তীতে ট্যাংকারটি থামিয়ে তল্লাশি করলে ভেতর থেকে জিরা, ফেসওয়াশ ও ত্বক ফর্সাকারী ক্রিমসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, উদ্ধার করা পণ্যগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *