
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশে, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লাহ’র অসুস্থ স্ত্রী নাঈমা এরিন নিতু’র খোঁজখবর নিতে গিয়েছিল ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আজ রবিবার (৬ জুলাই ২০২৫) দুপুরে রাজধানীর টোলারবাগে শহীদ মুত্তাকিন বিল্লাহ’র বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতা ও শুভেচ্ছা জানান রিজভী।
প্রতিনিধি দলে আরও ছিলেন—
- বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম
- উপদেষ্টা আবুল কাশেম
- সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন
- জাতীয় প্রেসক্লাব সদস্য জাহিদুল ইসলাম রনি
- সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন, রুবেল আমিন
এছাড়াও উপস্থিত ছিলেন—
- স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ
- বিএনপি নেতা শামীম মিয়া
- ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন
- যুবদল নেতা শাকিল মোল্লা
- ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ মিসবাহ
- শেকৃবি ছাত্রদল নেতা মিজবাউল আলম
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক আলমগীর কবির
- বাংলা কলেজ ছাত্রদল সভাপতি মোকলেছুর রহমান
- বগুড়া স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতুসহ স্থানীয় নেতাকর্মীরা।