তারেক রহমান ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনের মূলনায়ক: আমীর খসরু

তারেক রহমান ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনের মূলনায়ক: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “জুলাই-আগস্ট গণআন্দোলনের মূলনায়ক ছিলেন তারেক রহমান এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বেগম খালেদা জিয়া।” শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক।

আমীর খসরু বলেন, “১৬ বছরের আন্দোলনে বিএনপির হাজারো নেতাকর্মী যে ত্যাগ স্বীকার করেছেন, তা ভুলে যাওয়া অনুচিত। ব্যবসা ধ্বংস, চাকরি হারানো, পারিবারিক সংকটসহ নানা প্রতিকূলতার মধ্যেও তারা লড়াই চালিয়ে গেছেন। কেউ কেউ এমন পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে পরিবার ভেঙে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছেন।”

তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না— কোন সেক্টরে কত চাকরি হবে, বিদেশে কত, আত্মকর্মসংস্থান কত হবে—সবকিছু হিসেব-নিকেশ করে পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এখন শুধু সরকারের পতনের চিন্তা নয়, বরং দেশ গঠনের সময়। তারেক রহমান এখন রাজনৈতিক সহনশীলতার কথা বলছেন। একে অপরের মতামতকে শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে।”

আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি না করার পেছনের যুক্তি তুলে ধরে আমীর খসরু বলেন, “এটি ছিল জাতির আন্দোলন। শহীদ ওয়াসিমের নাম পর্যন্ত আলোচনায় আসছে না, অথচ তিনি ছিলেন এই আন্দোলনের প্রথম শহীদ।”

তিনি শেখ হাসিনার মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি নিয়ে বলেন, “ত্রিশ লাখ শহীদের রক্ত ও নারীদের ত্যাগের ওপর দাঁড়িয়ে কেউ যদি একক কৃতিত্ব দাবি করে, সেটা জাতির প্রতি অবিচার। বিএনপি কখনোই আন্দোলনের কৃতিত্ব নিজের নামে দাবি করে না, বরং এটিকে জাতির সম্মিলিত সংগ্রাম হিসেবে দেখে।”

সমাবেশে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থান এক মাসের নয়, এটি দীর্ঘ ইতিহাসের ফল। যেমন ৪৭ না হলে ৫২ হতো না, ৭১ না হলে ৭৫-এর বিপ্লব আসতো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *