
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় দলের হাল ধরে যে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, তা ইতিহাসে স্থান পাবে। তিনি শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই নন, বরং দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”
তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। ১/১১ পরবর্তী কঠিন সময়েও তিনি আপসহীন নেতৃত্বে বিএনপিকে টিকিয়ে রেখেছেন।”
শনিবার চট্টগ্রামের হালিশহরের জেপি কনভেনশন হলে পাহাড়তলী ও হালিশহর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং ‘দেশ রক্ষা তারেক মঞ্চ’-এর ব্যবস্থাপনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
ডা. রফিক বলেন, “স্বাস্থ্য, অর্থনীতি, আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমান ছিলেন এক বিস্ময়কর নেতৃত্ব। তার হাত ধরেই বাংলাদেশে সংক্রামক ব্যাধি প্রতিরোধের টিকাদান কর্মসূচি শুরু হয়, যেখান থেকে ওরস্যালাইনের মতো জীবনরক্ষাকারী আবিষ্কারও হয়েছে।”
তিনি আরও বলেন, “নিপসম, নিটোর, হৃদরোগ ইনস্টিটিউট, চক্ষু ইনস্টিটিউটসহ আধুনিক চিকিৎসা কাঠামোর ভিত্তি শহীদ জিয়ার সময়েই স্থাপিত হয়। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ব্রিটিশ NHS মডেলের অনুসরণে স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন এবং বিকেন্দ্রীকরণ করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসা গ্রহণকারী সাধারণ মানুষ।
ডা. রফিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিতে হবে।”