
রাজশাহী থেকে কোরবানির গরু নিয়ে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কোহিনুর শেখের কিশোর পুত্র আরিফুলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) রাতে রাজধানীর বছিলা গার্ডেন সিটি কোরবানির হাটে আরিফুলের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুদানটি হাট কমিটির মাধ্যমে তার হাতে পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাট কমিটির সভাপতি, ইজারাদার, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)।
বক্তারা জানান, দুর্ঘটনায় পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হারানোর পর আরিফুল ও তার পরিবার গভীর সংকটে পড়ে। তারেক রহমানের এ সহায়তা পরিবারটির কিছুটা কষ্ট লাঘব করবে বলে আশা করা হচ্ছে।