প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান- জুবাইদা ও জাইমা, যমুনায় নৈশভোজ

দেশী বার্তা | স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তারা একসঙ্গে নৈশভোজে অংশ নেন। সূত্র জানায়, নৈশভোজ চলাকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। প্রেস উইং সূত্রে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে তারা যমুনায় নৈশভোজে অংশ নেন। এ সময় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন। উল্লেখ্য, গত বছরের ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সে সময় প্রায় দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণায় জানানো হয়, সংস্কারের অগ্রগতি সাপেক্ষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পরবর্তীতে, ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে আয়োজনের ঘোষণা দেন। এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে বিমানবন্দরে নেমেই নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানান। এরপর ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে খালেদা জিয়ার জানাজায় ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হয়। দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *