গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় তারাগঞ্জ থানার দুই এসআইসহ আট পুলিশ সদস্য বরখাস্ত

গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় তারাগঞ্জ থানার দুই এসআইসহ আট পুলিশ সদস্য বরখাস্ত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যার ঘটনায় চরম অবহেলার অভিযোগে দুইজন উপপরিদর্শক (এসআই) এবং ছয়জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রংপুর পুলিশ সুপারের আদেশে এই আটজন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। রাত সাড়ে ১০টায় রংপুর পুলিশ সুপার আবু সাইম এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন: তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের এবং রংপুর পুলিশ লাইনসের এসআই সফিকুল ইসলাম। এছাড়াও আছেন কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।

ঘটনার প্রেক্ষাপট

গত শনিবার রাত ৯টার দিকে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় উন্মত্ত জনতার হাতে রূপলাল দাস ও তার ভাগনির স্বামী প্রদীপ লাল নিহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনার সময় জনরোষের ভয়ে পুলিশ তাদের উদ্ধারে এগিয়ে না এসে ফিরে যায়। প্রায় এক ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হলে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তৎকালীন তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক সে সময় বলেছিলেন, ঘটনাস্থল দূরবর্তী হওয়ায় এবং হাজার হাজার উত্তেজিত মানুষকে সামলে তাদের রক্ষা করা পুলিশের জন্য কঠিন ছিল।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের উদ্ধারে ব্যর্থতার কারণে এই আট পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। তারা ঘটনার দিন তারাগঞ্জ থানায় মোবাইল টিমের সদস্য হিসেবে কাজ করছিলেন। এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জোবায়েরকেও তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে মামলার তদন্তের ভার তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের ওপর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *