
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) তারাগঞ্জে এক সমাবেশে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এ ঘোষণা দেন।
তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শুকরানা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এটিএম আজহারুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।” তিনি আরও জানান, তিনি অতীতেও তিনবার নির্বাচনে অংশ নিয়েছেন, তবে জনগণের সমর্থন না পাওয়ায় বিজয়ী হতে পারেননি।
তিনি প্রতিশ্রুতি দেন, “আমি যদি সংসদ সদস্য হই, হারাম উপার্জনের সঙ্গে কখনও যুক্ত হব না। অতীতেও কখনও হারাম টাকা গ্রহণ করিনি।”
এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ স্থানীয় নেতারা।
এটিএম আজহারুল ইসলাম সম্প্রতি ১৪ বছর কারাভোগ শেষে নিজ জেলায় ফিরে আসেন। বিকেলে বদরগঞ্জে আয়োজিত গণসংবর্ধনায়ও তিনি অংশ নেন।
উল্লেখ্য, এর আগে রংপুর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করলেও, রংপুর-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। স্থানীয় নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে এবার এই আসনে এটিএম আজহারুল ইসলামকে প্রার্থী করা হয়।