টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করার অভিযোগে বিক্ষোভ

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের  যেতে বাধ্য করার অভিযোগে বিক্ষোভ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষার্থীদের জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না’ স্লোগান দেন। এ সময় বক্তৃতা করেন বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, সাবেক শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২৯ জুলাই শহরের নিরালা মোড়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় অংশগ্রহণের জন্য এনসিপির নেতারা বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রবেশ করেন। তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের সমাবেশে যেতে বাধ্য করেন। এ ঘটনায় শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের কথা কাটাকাটি হয় এবং পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে আগেভাগে ছুটি ঘোষণা করে।

শিক্ষার্থীদের অভিযোগ, যারা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের বাধ্য করেছেন তাদের শাস্তি দিতে হবে এবং জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে এনসিপির টাঙ্গাইল জেলা প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, “আমি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটবে না।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন জানান, “জাতীয় নাগরিক পার্টির নেতারা সকাল ১১টার দিকে বিদ্যালয়ে এসে পদযাত্রায় শিক্ষার্থীদের অংশ নিতে বলেন। আমরা জানিয়ে দিই, ক্লাস চলাকালে এটি সম্ভব নয়। ১১টা ৪৫ মিনিটে ছুটি হওয়ার পর হয়তো কিছু শিক্ষার্থী গিয়েছে, তবে বিষয়টি আমার জানা নেই।”

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১টার দিকে শামছুল হক তোরণ থেকে শুরু হয়ে এনসিপির পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *