
তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও টিভিকে দলের নেতা থালাপতি বিজয় এবং তার কয়েকজন বাউন্সারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পেরামবালুর থানায় শরৎ কুমার নামের এক ব্যক্তি অভিযোগ দাখিল করেন।
ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগে বলা হয়েছে—২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে আয়োজিত টিভিকে দলের এক জনসভায় অংশ নেন বিজয়। সেখানে লাখো মানুষের ভিড় জমে যায়। সমাবেশ চলাকালে কয়েকজন দর্শক র্যাম্পে উঠে পড়লে বিজয়ের দেহরক্ষীরা তাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। শরৎ কুমার দাবি করেন, তাকেও মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর তার করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা নেওয়া হয়েছে। বিজয় ছাড়া আরও অন্তত ১০ জন এ মামলায় অভিযুক্ত হয়েছেন।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, “সমাবেশে মানুষের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা থেকেই বোঝা যায় বিজয় জনগণের প্রতি কেমন মনোভাব পোষণ করেন।”
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি বিজয় কিংবা তার রাজনৈতিক দল।