মানুষ উপদেশ শুনতে পছন্দ করে না : তাহসান

মানুষ উপদেশ শুনতে পছন্দ করে না : তাহসান
তাহসান খানছবি: শিল্পীর সৌজন্যে

‘ফ্যামিলি ফিউড’ ফ্র্যাঞ্চাইজি এবার নিয়ে এসেছে বঙ্গ। এনটিভিতে প্রচারের পর এটি বঙ্গ অ্যাপেও দেখা যাচ্ছে। উত্তেজনাপূর্ণ ও পারিবারিক বিনোদনে ভরপুর এই শোর উপস্থাপনায় আছেন তাহসান। গত মাসের শেষ সপ্তাহে এর প্রচার শুরু হয়, যেখানে প্রথম মৌসুমে ২৪টি পর্ব ধারণ করা হয়েছে। শোতে তাহসানকে এক নতুন রূপে দেখছেন দর্শকরা, যা বেশ উপভোগ্য হয়ে উঠেছে।

গত রোববার এক আলাপচারিতায় তাহসান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এই শো ব্যাপক জনপ্রিয়। আমি নিজেও বহুদিন ধরে দেখে আসছি। যারা আগে দেখেছেন, তারা শোটির ধরন জানেন, আর যারা নতুন দেখছেন, তাদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা। বহু বছর ধরে স্টিভ হার্ভেকে এই শোতে দেখেছি, যা দারুণ অনুপ্রেরণাদায়ক। তবে, আমি তাঁর স্টাইল অনুসরণ না করে আমার নিজস্ব উপস্থাপনা কৌশল ও দেশের দর্শকদের পছন্দ মাথায় রেখে শোটি করছি। পারিবারিক বিনোদনের এমন অনুষ্ঠান আমাদের দেশে কম ছিল, যা এখন অনেকটাই পূরণ হয়েছে।’

মানুষ উপদেশ শুনতে পছন্দ করে না : তাহসান
তাহসানফাইল ছবি

দীর্ঘ সময় পর উপস্থাপনায় ফিরেছেন তাহসান, তবে শেষ কবে উপস্থাপনা করেছিলেন, সেটা তাঁর ঠিক মনে নেই। বললেন, ‘১২ থেকে ১৫ বছর তো হবেই।’

উপস্থাপনায় ফেরার প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমি চেয়েছি একটু ভিন্নভাবে আসতে। যেমনভাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, তেমনটাই রাখতে চেয়েছি। কিছুই জোর করে করতে হয়নি, গুরুগম্ভীর কিছুর দিকেও যেতে চাইনি।’

প্রিয় উপস্থাপকরা

গানের পাশাপাশি অভিনয়ে অভিষেক ঘটিয়েছিলেন তাহসান। এবার উপস্থাপক হিসেবেও দর্শকের সামনে হাজির হয়েছেন। তাঁর মতে, সময়ের সঙ্গে উপস্থাপনার ধরনও বদলেছে। আগে টেলিভিশনের উপস্থাপক মানেই নির্দিষ্ট কিছু মানুষ ছিলেন, কিন্তু এখন পডকাস্টসহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপনার সুযোগ বিস্তৃত হয়েছে।

তাহসান জানান, তিনি দীর্ঘদিন ধরে জন স্টুয়ার্ট, স্টিফেন কোলবার্ট ও ট্রেভর নোয়ার উপস্থাপনা দেখে আসছেন। তাঁদের উপস্থাপনা সম্পর্কে তিনি বলেন, ‘এরা যেভাবে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেন, তা একই সঙ্গে বিনোদনমূলক ও শিক্ষণীয়। আমাদের দেশে হয় খুব বেশি শিক্ষামূলক হয়ে যায়, নয়তো কেবলই বিনোদন। যারা সমাজ পরিবর্তনের কথা বলেন, তারা এত উপদেশ দেন যে মানুষের কাছে সেটি সহজে পৌঁছায় না। আবার কেউ কেউ শুধু হাস্যরসেই ব্যস্ত থাকেন, ফলে কোনো শিক্ষণীয় বার্তা থাকে না। এই ভারসাম্য বজায় রাখার বিষয়টি আমি এ তিনজনের কাছ থেকে শিখেছি।’

বাংলাদেশের উপস্থাপকদের মধ্যেও তিনজনের কাজ তাহসানের বিশেষভাবে পছন্দ। তাঁর মতে, হানিফ সংকেত বিগত ৩৫ বছর ধরে বিনোদন ও শিক্ষণীয় বিষয়কে চমৎকারভাবে সমন্বয় করেছেন। ছোটবেলায় ফজলে লোহানীর উপস্থাপনা দারুণ লাগত, আর বর্তমান সময়ে আব্দুন নূর তুষারের উপস্থাপনা তাঁর পছন্দের।

সিনেমার গানে তাহসান

অডিও মাধ্যমে নিয়মিত গান গাইলেও চলচ্চিত্রের জন্য খুব কমসংখ্যক গান করেছেন তাহসান। শুধু গানই নয়, তিনি ‘যদি একদিন’ চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। দীর্ঘ বিরতির পর এবার ‘জংলি’ সিনেমার জন্য ‘জনম জনম’ গানটি গেয়েছেন।

রোববার এক আলাপচারিতায় তাহসান জানান, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমার জন্যও একটি গান গেয়েছেন, যা ঈদুল ফিতরে প্রকাশিত হবে। প্রিন্স মাহমুদের কথা ও সুরে তিনি আগেও গান করেছেন, এবার ‘জংলি’ সিনেমায় তাঁর সুরে নতুনভাবে গাইলেন।

পরপর চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার বিষয়ে তাহসান বলেন, ‘প্রতিটি সময়ের নিজস্ব ধারা থাকে। এখন যেমন ভালো মানের মূলধারার সিনেমা হচ্ছে, তেমনি আর্ট হাউসের ছবিও তৈরি হচ্ছে। পরিচালক-প্রযোজকেরা আমার কাছে গান গাওয়ার প্রস্তাব দিচ্ছেন, তাঁদের ভাবনা ও গানগুলোর কথা-সুর আমার ভালো লাগছে, তাই আনন্দ নিয়ে কাজ করছি।’

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বাংলাদেশি সিনেমা দেখেছেন তাহসান। তবে নির্দিষ্ট কোনো ছবির নাম উল্লেখ করতে চাননি। কারণ, কারও নাম বাদ গেলে পরিচালক বা প্রযোজকের মন খারাপ হতে পারে বলে মনে করেন তিনি।

প্রিন্স মাহমুদের সঙ্গে তাহসান

প্রিন্স মাহমুদের ভক্ত তাহসান। অডিও মাধ্যমে তাঁর কথা ও সুরে আগেও বেশ কয়েকটি গান গেয়েছেন, তবে চলচ্চিত্রে এবারই প্রথম কাজ করলেন।

তাহসান বলেন, ‘প্রিন্স ভাই আমাকে যে দৃষ্টিতে দেখেন, যেভাবে প্রশংসা করেন, ভালোবাসেন—তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এত ভালোবাসেন যে আরও বেশি গান করতে ইচ্ছে করে। “জনম জনম” গানটি আমার ভীষণ পছন্দের। এটি একেবারে চলচ্চিত্রের উপযোগী একটি গান।’

বর্তমান সময়ে গান দ্রুত জনপ্রিয় করার প্রবণতা নিয়ে তাহসান বলেন, ‘মানুষ এখন গান হিট করাতে চায়, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, গান হিট হওয়া নয়, টিকে থাকাটাই আসল। অনেক গান আছে, মুক্তির পর বিশাল জনপ্রিয় হয়েছিল, কিন্তু পাঁচ বছর পর আর কেউ মনে রাখেনি। আবার এমন অনেক গান আছে, যা প্রথমে আলোচনায় আসেনি, কিন্তু সময়ের সঙ্গে মানুষের মনে জায়গা করে নিয়েছে। মঞ্চে উঠলে সেই গানগুলো দর্শকরাই গেয়ে ওঠে।’

‘জনম জনম’ গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা।

মানুষ উপদেশ শুনতে পছন্দ করে না : তাহসান
‘ফ্যামিলি ফিউড’ সঞ্চালনা করছেন তাহসান।ছবি : আয়োজকদের সৌজন্যে

পুরোনো গান, নতুন রূপে তাহসান

তিন দশকের সংগীতজীবনে একক অ্যালবামের পাশাপাশি মিশ্র অ্যালবামেও গেয়েছেন তাহসান। এবার তিনি নিজের পুরোনো সাতটি গান নতুন সংগীতায়োজনে গাওয়ার উদ্যোগ নিয়েছেন।

তাহসান বলেন, ‘আমি চাই আমার সৃজনশীল কাজগুলো আমার নিয়ন্ত্রণে থাকুক এবং নতুনভাবে উপস্থাপিত হোক। এমন কিছু গান নির্বাচন করেছি, যেগুলো হয়তো অনেক বেশি জনপ্রিয় হয়নি, কিন্তু আমার কাছে বিশেষ প্রিয়। আবার কিছু গান জনপ্রিয় হয়েছে, কিন্তু এর সংগীতায়োজন আমার পুরোপুরি মনমতো হয়নি। এবার সেগুলো নিজের ঢঙে অ্যারেঞ্জ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।’

এখন পর্যন্ত গানগুলোর নতুন সংগীতায়োজনসহ সব কাজ সম্পন্ন হয়েছে। এই গানগুলোর তালিকায় রয়েছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে’, ‘প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি নতুন সংস্করণ প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *